Posts

Showing posts with the label Oishikaa

'We' - the Family and Heartbreak

Image
The city skyline was never clearer this afternoon. Blue and crisp. This part of Waterloo Bridge, where I was leaning against the railing, above the mighty Thames, was too nondescript to describe, but was said to be the best for viewing the famous London skyline. On left, palatial creamy Somerset House, now hoisting a blue yellow Ukrainian flag in solidarity of their unspeakable sufferings. A little further, still left, giant Walkie-talkie and the humongous Scalpel, picaboo-ed the great bullet Gherkin tower. Mind boggling Cheesegrater stood along with them rather arrogantly. And St. Paul's Cathedral's eternal dome graciously lurked behind them. The astonishing cathedral is synonymous to the city itself. If one looked closer and was privy to this city space, and had 6/6 sight, then one might notice the Sky Garden in Walkie Talkie too. On the right, between the distinctive curvy Boomerang or Vase and bland tall Southbank Tower, the Shard pierced the sky and forever in talks with c

একদিন দুদিন প্রতিদিন

Image
“ স্যার , আপ ব্যাগ ভুল গয়ে। “ ব্যাগটা নিয়ে রুমের বাইরে বেরোতেই গম্ভীর বাতাস ধাক্কা মারলো। লোকে বলে , এই করিডরে নেশা আছে। করিডর ঘেঁষা সারি সারি লাল - সবুজ বাতি লাগানো ঘরের ভেতর দেশ কেনাবেচা হয় , দেড় বিলিয়ন মানুষের ভাগ্যে সিলমোহর লাগানো হয়। আর আমি প্রতিদিন সকালে ল্যাপটপের ব্যাগ নিয়ে যখন লাল কার্পেটের উপর দিয়ে হাঁটি , মোটা দেয়ালের পুরোনো গন্ধ আর বন্ধ দরজার সামনে বসে থাকা আর্দালির আলসেমির ছন্দ , নেশাই   লাগিয়ে দেয়। মাঝে মাঝে যখন রাত বাড়ে , আর নেভানো বাতি গুলো বলে ‘ সাহাব নেহি হ্যায় ’, আমি ফেরার গতিবেগ কমিয়ে দিই।   দিনভরের হাস্যকর শূন্যতা আর শীতল নির্মমতা তখন ঘুমিয়ে পড়া ফুটপাথের বাচ্চার মতো থিতনো - আর আমার সাথে দেখতে গেলে তখন কলকাতার বুড়ো ট্রামেরও   অনেক মিল।   দুজনেই নির্লিপ্ত চোখে ভাবি , এই শেষ বার।   কাল আর না।   আমি ঐশিকার শরীর খারাপের খবর পেলাম এই ফাঁপা করিডোরেই।   তানিয়ার মা অত্যন্ত কঠিন মহিলা।    আর যখন তিনি বললেন যে ঐশিকা না পারছে খেতে , না পারছে